আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১৫ নম্বর র্যাংকধারী ডেনমার্কের কাছে হেরে গেছে ল্যাতিন আমেরিকার জায়ান্ট ব্রাজিল। শুক্রবার ঘরের মাঠে ফিফা র্যাংকিংয়ে ৯ এ থাকা ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে ড্যানিশরা।
ম্যাচের ১৭তম মিনিটে জানি থমসেন গোল করে এগিয়ে দেন ডেনমার্ককে।
লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা। ব্রাজিল সমতা আনে ম্যাচের শেষ দিকে। ৮৭তম মিনিটে ক্রিশ্চিয়ানে দে অলিভিয়েরা দেবিনহা গোল করে সমতায় ফেরান ব্রাজিলকে।
ম্যাচে যখন ১-১ গোলে সমতা, তখন অতিরিক্ত সময়ে মিলি গেজল জেনসেনের গোলে ফের লিড নেয় ডেনমার্ক। বাকি থাকা অল্প সময়ে সেই গোল আর শোধ করতে পারেনি ব্রাজিল। ফলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
চস/স


