spot_img

২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মিরসরাইয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ছাত্রদল কর্মী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজির অনুসারী নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী গাজী তাহমিদ খান (২৫) নিহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বারইয়ারহাট পৌর সদরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌর সদরের ট্রাফিক মোড়ে বিএনপি নেতাকর্মীরা নিজেদের গ্রুপের মধ্যে অন্তকোন্দল সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষে তাহমিদ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়।

নিহত তাহমিদ খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সদস্য ছিলেন। পরবর্তীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জোরারগঞ্জ থানার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলো। পরবর্তীতে সে নিজ এলাকায় ছাত্রদলে যোগদান করে। নিজ দলের নেতাকর্মীদের হামলায় নিহত হন তিনি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে পুলিশের টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত একজন হাসপাতালে নেয়ার পরে মারা গেছে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss