spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আজ ঢাকা মাতাবেন রোমানিয়ান গায়িকা ওটিলিয়া

জনপ্রিয় রোমানিয়ান গায়িকা ওটিলিয়া এখন ঢাকায়। তিনি মূলত একাধারে গায়িকা এবং মডেলও বটে। নিজের গানেই তিনি বেশির ভাগ সময় মডেল হয়ে থাকেন। জনপ্রিয় এ গায়িকা আজ (২৩ জুলাই) পারফর্ম করবেন রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে।

মূলত ‘নোকিয়া জি-২১’ ফোনের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতেই ওটিলিয়ার বাংলাদেশে আসা।

যদিও আগে থেকেই তার আসা নিয়ে অনেকটা গুঞ্জন চলছিলো। তবে শুক্রবার (২২ জুলাই) সামজিক যোগাযোগামাধ্যমে তিনি নিজেই একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিডিওতে ওটিলিয়া বলেন, আসসালামু আলাইকুম বাংলাদেশ, আপনাদের বলতে চাই, আমি প্রথমবারের মতো ঢাকায় আসছি। দেখা হবে আপনাদের সঙ্গে।

জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপরেই ওটিলিয়া তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেন।

উল্লেখ্য, ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ছোটবেলা থেকেই তিনি গানের সঙ্গে জড়িত। তবে ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর সারা বিশ্বেই ব্যাপক পরিচিতি পান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss