spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দেশে নতুন এইডস রোগীদের মধ্যে বিবাহিতদের সংখ্যাই বেশি

১৯৮৯ সাল থেকে ২০১৯ পর্যন্ত দেশে এইডস আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৭৪ জন। এদের মধ্যে ২০১৯ সালেই আক্রান্ত হয়েছেন  ৯১৯ জন। নতুন এই আক্রান্তদের মধ্যে বিবাহিতদের সংখ্যাই সবচেয়ে বেশি (৫৮৭ জন)। এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৭০ জন মারা গেছেন।

রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এইডস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের এসটিডি প্রোগ্রামের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শামিউল ইসলাম।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ অনুষ্ঠানে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ডা. শামিউল ইসলাম বলেন, ‘১৯৮৯ সাল থেকে ২০১৯ পর্যন্ত দেশে এইডস আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৭৪ জন। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৩৪২ জন। ২০১৯ সালে দেশে ২৭ হাজার ১৬৮ জন সাধারণ মানুষের এইডস টেস্টিং ও ৪১ হাজার ৩০৯ জনকে স্ক্রিনিং করা হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে ৭৪% পুরুষ, ২৫% নারী ও ১% ট্রান্সজেন্ডার। ২৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে এইডস আক্রান্তের হার বেশি। নতুন আক্রান্তদের ৬০৫ জন অর্থাৎ ৭৪.৪২% এই বয়সী। দেশে আনুমানিক এইডস রোগী ১৪ হাজার।’

নতুন আক্রান্তদের মধ্যে ১০৫ জন রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছে বলেও জানান ডা. শামিউল ইসলাম।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss