চট্টগ্রামের বোয়ালখালীতে টেম্পো উল্টে সাগর (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাগর উপজেলার পুলপাড়া বদ্দার বাড়ির বাসিন্দা বাদশাহ মিয়ার ছেলে।
মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আফুল আহমেদের টেকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‘আফুল আহমেদের টেক সংলগ্ন সড়কে সিএনজি চালিত টেম্পো (টিকটিকি) উল্টে গুরুতর আহত হন সাগর। সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা চমেক নিয়ে আসেন। পরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
উল্লেখ্য, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
চস/স


