spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাজ্য’র ছবি প্রকাশ করলেন চিত্রনায়িকা পরীমণি

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বুধবার (১০ আগস্ট) ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি।

বৃহস্পতিবার পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দুইদিন বয়সী তার ছেলের ছবি প্রকাশ করেন।

ছেলের ছবি শেয়ার করে পরী লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ রাজ্য। তুমি পৃথিবীর জন্য আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। সেই সঙ্গে লিখেছেন আমাদের রাজপুত্র।’

বাবা হওয়ার খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে তার স্বামী শরিফুল রাজ গণমাধ্যমকে বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন। প্রথমবার বাবা হলাম। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না।

রাজ বলেন, শেষ ক’টা দিন ওর সঙ্গে সবসময় ছিলাম আমি। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি আমরা। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে।

পুত্র সন্তান হলে নাম হবে ‘রাজ্য’ এবং কন্যা হলে নাম রাখবেন ‘রাণী’-নিজের অনাগত সন্তানের নাম নিয়ে চলতি জানুয়ারিতেই এমন ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss