spot_img

১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কক্সবাজারে ট্রলার ডুবির ঘটনায় আরও ৩ জেলের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের নাজিরারটেক চ্যানেলে ট্রলার ডুবির ঘটনায় আরও তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- খুরুশকুলের হোসেন আহমেদ, আজিজুল হক ও নুরুল আবছার।

রবিবার (২১ আগস্ট) সকাল ১১টায় তাদের লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন।

তিনি জানান, উদ্ধার তিনজনের মরদেহ রবিবার সকালে খুরুশকুলের ঘাটে নিয়ে আসা হয়েছে। এর আগে শনিবার আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। মরদেহগুলো পুলিশ হেফাজতে রয়েছে।

এর আগে শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে এফবি মায়ের দোয়া নামে একটি ফিশিং ট্রলার ডুবে যায়। এ সময় ১৯ জেলের মধ্যে আট জনকে উদ্ধার করে কোস্টগার্ড। অন্য ট্রলারে করে তীরে ফিরে আরও তিনজন। নিখোঁজ আট জনের মধ্যে তৈয়ব ও সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়। আজ রবিবার আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss