spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

প্রকাশিত হয়েছে রাইসুল ইসলামের ‘কিছু চিহ্ন থাক’ কাব্যগ্রন্থ

লেখক রাইসুল ইসলামের ‘কিছু চিহ্ন থাক’ নাম একটি বই প্রকাশ হয়েছে। বইটি নোটবুক প্রকাশ প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। ‘কিছু চিহ্ন থাক’ তাঁর প্রথম কাব্যগ্রন্থ,(মূল্য-১৭০ টাকা, ৬৪ পৃষ্ঠা)৷

বর্তমান সময়ের প্রতিশ্রুতিশীল লেখক হিসেবে রাইসুল ইসলামের নাম বিশেষভাবে পরিচিত৷ রাইসুল ইসলাম তাঁর লেখায় মানুষের যাপিত জীবনকে গুরুত্ব দেন সর্বাগ্রে,ফলে বিশেষ দরদে উঠে আসে প্রান্তবর্গীয় মানুষদের জীবন ও মধ্যবিত্তের সমাচার৷

‘কিছু চিহ্ন থাক’ সম্পর্কে রাইসুল ইসলাম জানান, এ গ্রন্থের কবিতাগুলো সহজ সাবলীল এবং অল্প কথায় লেখা। যা পাঠকদের মনে দ্রুতই জায়গা করে নিবে। আমার যাপিত জীবনের সুখ-দুঃখের কথা নিজের মতো করে কবিতায় বলতে চেষ্টা করেছি। যে অনুভূতিগুলো চাইলেও মুখ ফুটে বলতে পারিনি কখনো বা বলার মতো মানুষ পাইনি, তা পরম লালিত্যে পুষে রেখেছি। যা প্রকাশ করতে চেয়েছি তা হতে পারে প্রেমবিরহ, হতে পারে দেশপ্রেম কিংবা হতে পারে প্রেমের গণ্ডি পেরিয়ে দ্রোহ। ভুলত্রুটির ঊর্ধ্বে নগণ্য মানুষটির ভালোবাসা সাদরে গ্রহণ করবেন।

চস/আজহার

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss