spot_img

৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম পুনরায় শুরু

রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম পুনরায় চালু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে স্বাভাবিক নিয়মে ভিসা সংক্রান্ত সব সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর কেন্দ্রটি আবার চালু করা হলো। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে এবং ভারতঘনিষ্ঠ রাজনৈতিক দল ও কিছু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের অভিযোগ তুলে ঢাকায় ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করে জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত কয়েকটি সংগঠনের জোট ‘জুলাই ঐক্য’।

ওই কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

এদিকে একই দিনে এর কিছু সময় আগে বাংলাদেশে অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে বিষয়টি নিয়ে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বেগের কথা জানানো হয় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss