spot_img

২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চঞ্চলের অভিনয়ের প্রশংসায় সৃজিত

সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘কারাগার’- এ অনবদ্য অভিনয় করে দর্শকের প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী।

শুধু দর্শকরাই নয়, ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি ও চঞ্চলের অভিনয়ে মুগ্ধ। রোববার (২৮ আগস্ট) সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে চঞ্চলের অভিনয়ে মুগ্ধতার কথা প্রকাশ করেন ‘বাইশে শ্রাবণ’র নির্মাতা।

ওই পোস্টে সৃজিত লেখেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে অভিনয় শেখানোর জন্য চঞ্চল চৌধুরীর চোখ অভিনয় শেখার প্রতিষ্ঠানে সংরক্ষণ করা উচিত। ’ সঙ্গে ‘কারাগার’ ও ‘হইচইবাংলাদেশ’ হ্যাশট্যাগে লেখেন তিনি।

এই পোস্টের কমেন্টে অভিনেতা চঞ্চল চৌধুরী লেখেন, ‘এত বড় মূল্যায়ন! কৃতজ্ঞতা ও ভালোবাসা দাদা। ’

গত ১৭ আগস্ট ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে ‘কারাগার’র প্রথম পর্ব। এতে রহস্যময় এক কয়েদির চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। হঠাৎ কারাগারের ১৪৫ নম্বর কক্ষে আবির্ভূত হন তিনি। যিনি কিনা বোবা এবং বধির। ইশারা ভাষায় মাধ্যমে জানান, নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের হত্যার অপরাধে প্রায় দুইশ বছর ধরে কারাগারে আছেন তিনি।

‘কারাগার’ নির্মাণ করেছেন সৈয়দ আহমেদ শাওকি। এতে সিরিজে চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতু প্রমুখ।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss