spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নিয়ম ভঙ্গ করায় আট ক্লাবকে উয়েফার জরিমানা

পিএসজি, জুভেন্টাস, মিলানসহ মোট ৮টি ক্লাবকে বড় অংকের জরিমানা করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ফিন্যান্সিয়াল ফেয়ার-প্লের নিয়ম না মানায় ক্লাবগুলোকে শাস্তি দিয়েছে উয়েফা। ফিন্যান্সিয়াল ফেয়ার-প্লের (এফএফপি) নিয়ম অনুযায়ী, কোনো ক্লাব আয়ের চেয়ে বেশি ব্যয় করতে পারবে না।

উয়েফার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ব্রেক-ইভেন’ নিয়ম না মানায় পিএসজিকে ১ কোটি ইউরো জরিমানা করা হয়েছে। এছাড়া আগামীতেও এ নিয়ম ভাঙলে লিগ ওয়ানের এ দলটিকে গুণতে হবে সাড়ে ৬ কোটি ইউরো।

আটটি ক্লাবের মধ্যে পিএসজিকেই সবচেয়ে বেশি অংকের জরিমানা গুণতে হচ্ছে। তবে এ শাস্তিতে কেবল পিএসজি নয়, সামনে উয়েফার কড়া নজরদারির মধ্যে আরও ১৯টি ক্লাব রয়েছে। তাদের মধ্যে রয়েছে- চেলসি, লেস্টার সিটি, ম্যানচেস্টার সিটি, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এবং রেঞ্জার্সের মতো দলগুলো।

উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার-প্লের নিয়ম অনুযায়ী, কোনো ক্লাব তাদের আয়ের চেয়ে বেশি ব্যয় করতে পারবে না এবং তিন বছরের আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখতে হবে।

উয়েফার এ নিয়মে এখন পিএসজি ছাড়াও এসি মিলান, ইন্টার মিলান, রোমা, বেসিকতাস, অলিম্পিক মার্সেই এবং মোনাকোকে জরিমানা গুণতে হচ্ছে। সব দল মিলি কমপক্ষে ২ কোটি ৬০ লাখ ইউরো জরিমানা পরিশোধ করতে হবে।

এছাড়া উয়েফার এ নিয়ম না মানলে জরিমনার পরিমাণ গিয়ে দাঁড়াবে ১৭ কোটি ২০ লাখ ইউরো, যা ক্লাবগুলো পরিশোধ করতে বাধ্য।

জরিমানার এ অংক ক্লাবগুলোকে সরাসরি পরিশোধ করতে হবে। না হলে উয়েফার ক্লাব প্রতিযোগিতা থেকে সংশ্লিষ্ট ক্লাবের অর্জিত লভ্যাংশ আটকে থাকবে। ফলে মৌসুমের শুরুতেই ক্লাবগুলো বড় একটি ধাক্কা খেল।

২০২১-২২ মৌসুমে উয়েফার ক্লাব প্রতিযোগিতায় খেলা দলগুলোর উপর এ জরিমানা আরোপ করেছে উয়েফা। ২০১৮ থেকে ২০২২ অর্থবছরগুলোর উপর পর্যালোচনা করে উয়েফা এমন সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ক্লাবকে ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ মৌসুমে প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করতে পারে উয়েফা।সেইসাথে ২০২৬-২৭ মৌসুমে নতুন খেলোয়াড়দের নিবন্ধনেও নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss