spot_img

৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নেপালকে ফাইনালে হারিয়ে ইতিহাস গড়তে চান সাবিনা-কৃষ্ণারা

সাফ নারী চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বার ফাইনাল খেলছে বাংলাদেশ নারী দল। এবার প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়তে চান সাবিনা খাতুন-কৃষ্ণা রানী সরকাররা। এ লক্ষ্যে টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ফাইনালে আজ (১৯ সেপ্টেম্বর) স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় শুরু হবে নেপাল-বাংলাদেশ ফাইনাল ম্যাচটি। এ ম্যাচে বাংলাদেশ দলের একমাত্র লক্ষ্য জয় পাওয়া।

গতকাল সকাল সাড়ে ১১টায় কাঠমান্ডুতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানান বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন ও অধিনায়ক সাবিনা খাতুন। একই কথা বলেন নেপালের কোচ কুমার থাপা এবং অধিনায়ক আঞ্জিলা থুম্বাপু’ও।

নারী সাফের এবারের আসরে দূর্দান্ত বাংলাদেশ দল। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত তাদের খেলায় দেখা গেছে মুন্সিয়ানার ছাপ। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে পরের ম্যাচে পাকিস্তানকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দেয়। শেষ ম্যাচে সাবিনারা সাফের পাঁচবারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েই সেমিফাইনালে পা রাখে। শেষ চারের প্রথম ম্যাচে ভুটানকে ৮-০ গোলে বিধ্বস্ত করে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনাল নাম লেখায় বাংলাদেশ।

অন্যদিকে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে নেপাল ৪-০ ব্যবধানে ভুটানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে ওঠে। আর সেমিফাইনালে তারা ১-০ গোলে ভারত হারিয়ে ফাইনালে বাংলাদেশের সঙ্গি হয়।

সাফে অতীতে কখনও নেপালকে হারাতে পারেনি বাংলাদেশ। তাদের বিপক্ষে আটবারের মুখোমুখিতে ৬ হার ও ২ ড্র বাংলাদেশের।

বাংলাদেশের কোচ ছোটন কাল সংবাদ সম্মেলনে বলেন, ‘অতীতে যা ঘটেছে তা ভুলে যেতেই হবে। কারণ এবারের আসরে সাবিনারা দুর্দান্ত, অপরাজেয়। প্রত্যেকটি ম্যাচেই নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছে তারা। সবাই তা দেখেছেন। তাই এবার আমরা হারতে চাই না। এতদিনের অধরা শিরোপা নিয়েই দেশে ফিরতে চাই।’

অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘আমি প্লেয়ারদেরকে একটি কথাই বলেছি, ফাইনাল জিততে পারলে যে কোন কিছুই হতে পারে। তারা এখন বড় হয়েছে। এখন গেম ধরতেও পারে। আমাদের সামনে ইতিহাস গড়ার হাতছানি। আশাকরি সতীর্থরা নিজেদের সেরাটা মাঠে ঢেলে দিয়ে সাফল্য তুলে আনবে।’

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss