spot_img

৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আয়ারল্যান্ডকে হারিয়ে টাইগ্রেসদের বিশ্বকাপ বাছাই শুরু

আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়ে টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে তারা।

রোববার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দারুণ হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৪৩ রান সংগ্রহ পায় বাংলাদেশ। পরে সালমা-মেঘলাদের স্পিনে ১২৯ রানে আয়ারল্যান্ডকে গুটিয়ে দেয় বাংলার মেয়েরা।

আবুধাবিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দুই ওপেনার ২৮ রান তুলে নেন। ১৬ বলে ১৬ রান করে মুরশিদা আউট হলে ক্রিজে যান অধিনায়ক জ্যোতি। দ্বিতীয় উইকেটে শামীমাকে নিয়ে ৫২ রান যোগ করে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন তিনি।

শামীমা ৪০ বলে ৪৮ রান করে এলবি হয়ে যান। জ্যোতি ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৫৩ বলে ১০টি চার ও ১টি ছক্কায় ৬৭ রানের দারুণ ইনিংস খেলেন।

জবাবে সালমা ও মেঘলার স্পিনে ৫ রানে ২ উইকেট হারায় আইরিশরা। রিচার্ডসন ২৬ বলে ৪০ রান করে লড়াইয়ের আভাস দিয়েছিলেন। কিন্তু তিনিও সামলা ও রিতু মনির তৎপরতায় রান আউট হন। বল হাতে সালমা ৩ উইকেট নেন। এছাড়া মেঘলা ও নাহিদা ২টি করে উইকেট নেন।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss