spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে ২৩ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৯ হাজার ৩১৩ জনে। শনাক্তের হার ১১ দশমিক ১৪ শতাংশ। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এর আগে শুক্রবার ২৯ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। সেদিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল ৯ দশমিক ৬১ শতাংশ।

শনিবার (১৫ অক্টোবর) সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২৩ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ১৭ জন নগরীর এবং ৬ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইডিআইডি ল্যাবে ৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ২ জন, ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ৫ জন, শেভরণ ডায়াগনস্টিক সেন্টারে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ১জন, এপিক হেলথ কেয়ারে ২ জন এবং আরটিআরএলে ৪ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ২ জনের করোনা শনাক্ত হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss