অনেক ঘটনায় ভরপুর, অনেক রোমাঞ্চে ঠাসা ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম রাউন্ড শেষ হয়েছে। হাসি নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল, আর্জেন্টিনাসহ ১৬ দল, জার্মানিসহ বাকি ১৬ দল কান্নায় ভেঙে নিয়েছে বিদায়। বিরতি নেই, আজ থেকে শুরু নকআউট পর্বের খেলা।
দ্বিতীয় রাউন্ডের পূর্ণাঙ্গ সময়সূচি:
তারিখ ম্যাচ বাংলাদেশ সময়
৩ ডিসেম্বর নেদারল্যান্ডস – যুক্তরাষ্ট্র রাত ৯টা
৩ ডিসেম্বর আর্জেন্টিনা – অস্ট্রেলিয়া রাত ১টা
৪ ডিসেম্বর ফ্রান্স – পোল্যান্ড রাত ৯টা
৪ ডিসেম্বর ইংল্যান্ড – সেনেগাল রাত ১টা
৫ ডিসেম্বর জাপান – ক্রোয়েশিয়া রাত ৯টা
৫ ডিসেম্বর ব্রাজিল – দক্ষিণ কোরিয়া রাত ১টা
৬ ডিসেম্বর মরক্কো – স্পেন রাত ৯টা
৬ ডিসেম্বর পর্তুগাল – সুইজারল্যান্ড রাত ১টা
চস/স