spot_img

১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অবশেষে পদত্যাগ করলেন রাসেল ডমিঙ্গো

অবশেষে সমাপ্তি হলো বাংলাদেশ ক্রিকেটে রাসেল ডমিঙ্গোর অধ্যায়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন রাসেল ডমিঙ্গো। গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ই-মেইলে বিসিবিকে নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন এই প্রোটিয়া কোচ। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

ভারতের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের পরই নিজের দায়িত্ব ছাড়লেন ডমিঙ্গো। সিরিজ হেরে যাওয়ার পর থেকেই গুঞ্জন ছিলো ডমিঙ্গোকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে। অবশেষে অব্যাহতি দেওয়ার আগে নিজেই সরে দাঁড়ালেন এই দক্ষিণ আফ্রিকান।

টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই বড়দিনের ছুটিতে নিজ দেশে গেছেন ডমিঙ্গো। সেখান থেকেই মেইল পাঠিয়ে পদত্যাগের বিষয়টি জানান তিনি।

সবশেষ এশিয়া কাপ থেকেই ডমিঙ্গোর সঙ্গে বিসিবির সম্পর্কের অবনতি হয়। টি-টোয়েন্টির দায়িত্বেও তার পরিবর্তে আনা হয়েছিলো শ্রীধরন শ্রীরামকে।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই জালাল ইউনুস জানিয়েছিলেন, পরিবর্তন আসতে যাচ্ছে বাংলাদেশ দলের কোচিং প্যানেলে। তবে তিনি স্পষ্ট করে কিছু জানাননি। অবশেষে আজ বুধবার সকালে জানা গেলো, ডমিঙ্গো নিজেই সরে দাঁড়িয়েছেন দলের দায়িত্ব থেকে।

তিন বছরেরও বেশি সময় বাংলাদেশ ক্রিকেটের প্রধান কোচের দায়িত্বে ছিলেন ডমিঙ্গো। এর মধ্যেই অনেকবারই তার বিদায় নিয়ে গুঞ্জন উঠলেও এবার আনুষ্ঠানিকভাবেই এলো সেই ঘোষণা।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss