spot_img

১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মাশরাফির সিলেটকে ১৫০ রানের টার্গেট দিল কুমিল্লা

লিটন দাস, ইমরুল কায়েসের মতো তারকা রান পাননি। পাওয়ার প্লের মধ্যেই ৪৬ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন জাকের আলি।

উইকেটরক্ষক এই ব্যাটারের হার না মানা হাফসেঞ্চুরিতে ভর করে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৪৯ রানের লড়াকু পুঁজি পেয়েছে কুমিল্লা। অর্থাৎ মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সকে জিততে হলে করতে হবে ১৫০।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নামে কুমিল্লা। দারুণ শুরু করেন লিটন দাস। প্রথম তিন বলেই হাঁকান দুটি বাউন্ডারি। তবে থিসারা পেরেরার করা প্রথম ওভারটির চতুর্থ বলেই সাজঘরের পথ ধরেন লিটন (৪ বলে ৮)।

ইনিংসের চতুর্থ ওভারের শেষ তিন বলে মাশরাফিকে টানা তিন চার মেরে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন সৈকত আলিও। কিন্তু ইমাদ ওয়াসিম তাকে ভয়ংকর হতে দেননি। ১২ বলে ২০ করে বোল্ড হন সৈকত।

পরের ওভারে মোহাম্মদ আমির তুলে নেন অধিনায়ক ইমরুলকে (২)। বিপদে পড়ে কুমিল্লা। জাকের আলিকে সঙ্গে নিয়ে ধরে খেলতে থাকেন মালান। শেষ পর্যন্ত অবশ্য তার ইনিংসটির চেহারা ঠিক টি-টোয়েন্টিসুলভ হয়নি। ১৪তম ওভারে এসে ৩৯ বলে ৩৭ করে পেরেরার শিকার হন মালান।

এরপর মোসাদ্দেক হোসেন ৫ করে আমিরের আর শেষ ওভারে ব্যক্তিগত ৮ রানে মোহাম্মদ নাবি মাশরাফির শিকার হন। তবে শেষ পর্যন্ত হাফসেঞ্চুরি তুলে অপরাজিত থাকেন জাকের আলি। ৪৩ বলে গড়া তার ইনিংসটিতে ছিল ২টি চার আর ৩টি ছক্কার মার।

আমির ৪ ওভারে ২২ আর পেরেরা ২৬ রান দিয়ে নেন ২টি করে উইকেট। ১টি উইকেট পেলেও ৪ ওভারে মাশরাফি দেন ৩২ রান।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss