spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পাকিস্তানের আদালত মৃত্যুদণ্ড দিল পারভেজ মোশাররফকে

রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ইসলামাবাদের একটি বিশেষ আদালত

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে রাষ্ট্রদ্রোহ মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন পাকিস্তানের ইসলামাবাদের একটি বিশেষ আদালত।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দেশটির সাবেক সামরিক শাসক জেনারেল মোশাররফের বিরুদ্ধে এ রায় দেয় তিন বিচারকের সমন্বয়ে গঠিত আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

২০১৩ সাল থেকে তার বিরুদ্ধে দায়ের করা এ মামলাটি অপেক্ষমান ছিল।

প্রসঙ্গত,  ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলের পর প্রেসিডেন্ট হিসেবে ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন মোশাররফ।

এরপর ২০১৬ সালে তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়। বর্তমানে তিনি দুবাইতে অবস্থান করছেন।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss