spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তরপ্রদেশে নিহত ৬

নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে ভারতের উত্তর প্রদেশে জারি নিষেধাজ্ঞা অমান্য করে হাজার হাজার মানুষ পথে নেমে আসে।

বিক্ষোভকারীরা গাড়ি ভাঙচুর করার পাশাপাশি পাথরও নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি সামলাতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় সহিংসতায় ৬ জন নিহত হয় বলে রাজ্য পুলিশের বরাতে খবর প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

উত্তরপ্রদেশের পুলিশের ডিরেক্টর জেনারেল ওপি সিং বলেন, পুলিশের গুলিতে কেউ মারা যায় নি। পুলিশ একটি গুলিও ছোড়েনি।

এনডিটিভি বলছে, মীরাট, মুজাফফনগর, বাহরাইচ, বুলন্দশহর, গোরক্ষপুর, ফিরোজাবাদ, আলিগড়, ফারাক্কাবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের পর পুলিশও পাল্টা পাথর নিক্ষেপ করছে।

বুলন্দশহরে বিক্ষোভকারীরা একটি পুলিশ জিপে আগুন দিয়েছে বলে দাবি করছে পুলিশ। দুপুর থেকে সেখানে ইন্টারনেট বন্ধ রয়েছে।

রাজ্যসভায় নাগরিকত্ব (সংশোধনী) বিল পাস হওয়ার পর থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন অঞ্চলে। এর ফলে সৃষ্ট সহিংসতায় গত কয়েকদিনে অনেকেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে লখনউতে একজনের মৃত্যু হয়।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss