spot_img

৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

প্রধানমন্ত্রী গাজীপুর যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুরে যাচ্ছেন । আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর ব্রিতে পৌঁছানোর কথা রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন- কানাডার গ্লোবাল ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটির (সিইইউ) নির্বাহী পরিচালক ড. স্টেভিন ওয়েব, ফিলিপাইনের ইন্টারন্যাশনাল রাইস রিচার্স ইনস্টিটিউটের ডিরেক্টর জেনারেল ড. জেইন বালিই, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।

ব্রির প্রকাশনা ও জনসংযোগ বিভাগের প্রধান রাসেল রানা জানান, সরকারপ্রধান বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র উদ্বোধনের পর ব্রি’র ইনোভেশনস পরিদর্শন করবেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পাঁচটি প্রকাশনার মোড়ক উন্মোচন করবেন।

চস/স

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss