দেশের বৃহত্তম মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে এই বিপর্যয় দেখা যায় বলে জানান গ্রাহকরা।
এ বিষয়ে গ্রামীণফোনের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আজ সকালে হঠাৎ করেই এই অভিযোগ আসে। পরে দেখা যায়, একই সময়ে দেশের উত্তরাঞ্চলের তিনটি ভিন্ন স্থানে ফাইবার ক্যাবল কাটা পড়ার কারণে এই নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে।
চট্টগ্রামের এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রিজওয়ান জানান, সকাল ১১টার কিছু পর থেকেই তিনি গ্রামীণফোন সিমে নেটওয়ার্ক পাচ্ছেন না। পরে সোশ্যাল মিডিয়ায় অনেকের স্ট্যাটাসেও জানতে পারেন, যারা গ্রামীণফোন ব্যবহার করেন তাদের কেউই তখন নেটওয়ার্ক পাচ্ছিলেন না।
এ বিষয়ে জানার জন্য গ্রামীণফোনের কর্মকর্তাদের একাধিকবার ফোন করা হলেও কেউ রিসিভ করেননি।
চস/স