spot_img

২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মাহীকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা মাহিয়া মাহীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (১৮ মার্চ) গাজীপুরের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।

পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তারের পর বিমানবন্দর থেকে সরাসরি মাহীকে আদালতে নেয়া হয়। পরে সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে তোলা হয়। মাহির পক্ষে তার আইনজীবী রিমাণ্ড বাতিল করে জামিনের আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত মাহীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে গাজীপুর জেলা কারাগারে নেয়া হয়।

এর আগে শনিবার সকালে চিত্রনায়িকা মাহী ওমরাহ পালন শেষে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পরবর্তী এক সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম জানিয়েছেন, মাহী দেশের ফেরার পর বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাহীর স্বামী রকিব সরকার এখনও পলাতক।

এর আগে শুক্রবার (১৭ মার্চ) তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দুটি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওই দিন রাতে বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss