spot_img

৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ওয়ানডেতে ৭০০০ রানের মাইলফলকে সাকিব

তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৭০০০ রানের মাইলফলকে পৌঁছালেন সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে এই কীর্তি গড়তে ২৪ রান দূরে থেকে ব্যাটিংয়ে নামেন বিশ্ব সেরা অলরাউন্ডার।

যেখানে কার্টিস ক্যাম্ফারের বলে মিড অফে সিঙ্গেল নিয়ে ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করেন সাকিব। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ৩০০ ওয়ানডে উইকেট পেয়েছিলেন তিনি। এই ফরম্যাটে ৭ হাজার রান ও ৩০০ উইকেটে তার আগে ছিল কেবল দুজনের। শ্রীলংকান কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়া ও পাকিস্তানের শহীদ আফ্রিদি সাকিবের আগে এই অর্জন করেছিলেন।

২০০৬ সালে ওয়ানডেতে অভিষেক হওয়া সাকিব আজ শনিবার (১৮ মার্চ) নিজের ২২৮তম ম্যাচ খেলতে নেমেছেন। তার ক্যারিয়ারে ৯টি সেঞ্চুরি ও ৫২টি ফিফটি রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss