গত ৪ এপ্রিল (মঙ্গলবার) রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে। অনেকেই এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছেন।
তবে তারকারাও পিছিয়ে নেই। বুবলি, মিম, তাহসান এবং জায়েদ খান দাঁড়িয়েছেন ক্ষতিগ্রস্তদের পাশে। কেউ পোড়া কাপড় কিনছেন, কেউবা নিজ সামর্থ্য অনুযায়ি পাশে দাঁড়াচ্ছেন।
জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছে ১০০ কাপড়ের দামে। আর্ত-মানবতার সেবায় নিয়োজিত বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে, চিত্রনায়িকা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছে ১০০ কাপড়ের দামে!
জামাটি স্পর্শ করলেন যত্ন নিয়ে, অনুভব করতে চেয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বঙ্গবাজারের সাথে সংশ্লিষ্ট মানুষদের। এরপর চেক লিখে হস্তান্তর করেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের কাছে।
হালের আরেক জনপ্রিয় নায়িকা বুবলীও বঙ্গবাজারের কিছু পোড়া কাপড় কিনে নিয়েছেন। যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে বিদ্যানন্দের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে।
বুবলী পোড়া কাপড় কিনে রাখার এমনই ছবি তার ফেসবুকে পোস্ট করা হয়েছে। এ ছবি পোস্ট করে বুবলী লিখেছেন, বঙ্গবাজারের পুড়ে যাওয়া কিছু কাপড় আজ কিনে নিলাম বিদ্যানন্দর কাছ থেকে। যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। সবাইকে অনুরোধ করা হচ্ছে কিছু পুড়ে যাওয়া কাপড় কিনে হলেও ক্ষতিগ্রস্থদের পাশে থাকতে।
জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়! যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। তাহসানের পোড়া লুঙ্গি কিনে রাখার এমনই একটি ছবি বিদ্যানন্দের ফেসবুকে পোস্ট করা হয়েছে।
শুধু তাই নয়, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে থাকার কথা জানালেন জনপ্রিয় নায়ক জায়েদ খান। তিনি গতকাল (৫ এপ্রিল) ফেসবুক পোস্টে লিখেছেন, বঙ্গবাজারে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়াতে যাচ্ছি আমি। আপনার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে পাশে থাকুন। এবারের আমাদের ঈদের খরচ বাঁচিয়ে না হয় এইসব সর্বস্বহারা মানুষগুলোর সাথে ঈদ উদযাপন করি। আল্লাহ সবাইকে হেফাজত করুন।
চস/আজহার


