spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

‘পাঠান’ এর মুক্তি পেছাতে সংবাদ সম্মেলন

দেশের প্রেক্ষাগৃহগুলোতে আগামী ৫ মে শাহরুখ অভিনীত বলিউডের আলোচিত সিনেমা ‘পাঠান’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু এর মুক্তি পেছাতে সম্প্রতি সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছেন পরিচালক-প্রযোজকরা।

এই মুহূর্তে দেশে ‘পাঠান’ মুক্তি দেওয়া হলে ক্ষতির মুখে পরবে ঈদে মুক্তিপ্রাপ্ত ৮ সিনেমার পরিচালক-প্রযোজক। এমনটাই বলছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

রোববার (৩০ এপ্রিল) সিনেমাটির মুক্তি পেছাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ঈদে মুক্তি প্রাপ্ত ৮ সিনেমার পরিচালক-প্রযোজক। ইতোমধ্যেই সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তারা।

ঈদ উপলক্ষে দেশে ৮টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে রয়েছে, ‘লিডার আমিই বাংলাদেশ’, ‘কিল হিম’, ‘শত্রু’, ‘লোকাল’, ‘জ্বীন’, ‘আদম’, ‘পাপ’, ‘প্রেম প্রীতির বন্ধন’। আর প্রায় সবগুলো সিনেমাই ভালো চলছে বলে দাবি করছেন সিনেমা সংশ্লিষ্টরা।

তাই ‘পাঠান’ সিনেমা মুক্তির তারিখ পেছাতে আহ্বান জানান দেশের প্রযোজক-পরিচালক ও শিল্পীরা। তাদের এই আহ্বানে সাড়া দিয়েছেন প্রদর্শক সমিতির নেতারাও।

প্রসঙ্গত, বাংলাদেশে ‘পাঠান’ সিনেমাটি আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss