দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব ২০ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে এসেছিল ব্রাজিল। কিন্তু প্রথম ম্যাচেই ইতালির কাছে ৩-২ হারে তারা। শঙ্কা জাগে প্রথম রাউন্ড থেকে বাদ যাবার। তবে পরের দুই ম্যাচে বড় ব্যবধানে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে জায়গা নেয় সেলেসাওরা।
বুধবার (৩১ মে) কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ১০ জনের দল নিয়েও ৪-১ গোলের বিশাল জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল অনূর্ধ্ব ২০ দল।
ম্যাচের শুরু থেকেই খেলার লাগাম নিজেদের পক্ষে রাখে ব্রাজিল। ম্যাচের দশম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে পেনাল্টি পেয়ে যায় টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়নরা। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি মার্কোস লিওনার্দো।
৩১ তম মিনিটে ব্রাজিলকে ২-০ গোলে এগিয়ে দেন আন্দ্রে সান্তোস। এই গোলের বলের যোগান দেন লিওনার্দো। ২-০ গোলে পিছিয়ে পড়ে কিছুটা খেলায় ফেরার চেষ্টা করে তিউনিসিয়া। কিন্তু এলোপাথাড়ি আক্রমণ থেকে কোনো ফলাফল মিলছিল না দলটির।
খেলার ৪৫ তম মিনিটে তিউনিসিয়ান ফরোয়ার্ডকে ফাউল করে লাল কার্ড দেখেন রবার্ট রেনান। ফলে ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল।
১০ জনের ব্রাজিলকে পেয়ে দ্বিতীয়ার্ধে আক্রমণের পর আক্রমণ করেছে তিউনিসিয়া। তবে ব্রাজিলের রক্ষণভাগের দৃঢ়তা এবং তিউনিসিয়ানদের বোঝাপড়ার অভাবের কারণে গোল করতে ব্যর্থ হয়েছে তারা। উল্টো অতিরিক্ত সময়ে আরও দুই গোল হজম করে বসে দলটি।
অতিরিক্ত সময়ের শুরুতে ব্রাজিলের তৃতীয় গোলটি করেন ম্যাথিউস মার্তিনস। ইনজুরি টাইমের দশম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন আন্দ্রে সান্তোস। ম্যাচের শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে তিউনিসিয়ার হয়ে একটি গোল শোধ করেন মাহমুদ ঘোরবেল।
চস/স


