spot_img

১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বিপিএলের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে সিলেট

বিপিএলের ১২তম আসরের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচেই মাঠে নামছে সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স। রাজশাহী টসে জিতেছে। তারা সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে।

এই ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে সবচেয়ে বড় আগ্রহের কারণও রয়েছে। কারণ এটা দুই বন্ধুর লড়াই। অর্থাৎ, নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজের লড়াই। ম্যাচের আগের দিন গতকাল দুজনই এই বিষয়ে কথা বলেছেন।

রাজশাহীর অধিনায়ক শান্ত বলেন, ‘আমার মনে হয় প্লেয়ার হিসেবে এটা খুবই রোমাঞ্চকর যে হোম ক্রাউডের বিপক্ষে আমরা খেলব। এটা আসলেই আনন্দের। তাই এই চ্যালেঞ্জটা নেওয়া খুব গুরুত্বপূর্ণ এবং আমার টিমে যতগুলো প্লেয়ার আছে সবাই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য প্রস্তুত। অবশ্য কোনো দলকে এগিয়ে রাখতে চান না শান্ত, ‘দুই টিমই খুবই ভালো দল। আমি এখানে আলাদাভাবে কোনো দলকে (এগিয়ে) দেখতে চাচ্ছি না। আগামীকাল যে দলটা ভালো খেলবে সেই জিতবে। তবে এখানে দুইটা দলই খুবই ভালো।’

মিরাজ বিকেলে বলেন, ‘রাজশাহীর অনেক ভালো খেলোয়াড় রয়েছে হালকা করে দেখার কিছু নেই। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিরই স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আর অবশ্যই আমারও স্বপ্ন সিলেটকে চ্যাম্পিয়ন করার জন্য। কারণ, সিলেট কখনো চ্যাম্পিয়ন হয়নি। তাই এটা একটা আমার কাছে মনে হয় যে প্রথমবার যদি সিলেট চ্যাম্পিয়ন হয় আর সেটা যদি আমার হাত ধরেই হয় তাহলে তো এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়।’

সিলেট একাদশ: সাইম আইয়ুব, রনি তালুকদার, হজরতউল্লাহ জাজাই, পারভেজ হোসেন ইমন (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), ইথান ব্রুকস, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, খালেদ আহমেদ, রুয়েল মিয়া।

রাজশাহী একাদশ: তানজিদ হাসান, শাহিবজাদা ফারহান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলী, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, তানজিম হাসান সাকিব, এসএম মেহরব, আব্দুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্ডো, সন্দীপ লামিচানে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss