spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দুই গ্রুপের সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই গ্রুপের সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৬ জুন) সকাল পৌনে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটছে।

স্থানীয়রা জানান, সংসদ সদস্য মুজিবুল হক ও তার বিরেধী পক্ষ চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানের মধ্যে দ্বন্দ্ব চলছে বেশ কিছুদিন। মঙ্গলবার সকালে উপজেলায় মিজানুরের পক্ষ একটি শো-ডাউনের আয়োজন করে। পরে একইদিন সকালে শো-ডাউন ঠেকাতে মোড়ে-মোড়ে অবস্থান নেয় মুজিবুল হকের অনুসারীরা। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এ কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ হয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায় নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss