আরবের ফুটবলে বিপ্লবের স্বপ্ন দেখছে সৌদি আরব। তাই একের পর এক তারকা ফুটবলারকে দেশটির ফুটবলে টানতে চেষ্টা করছে তারা। ২০৩০ বিশ্বকাপ আয়োজনের স্বপ্নে বিভোর দেশটি ক্রিস্টিয়ানো রোনালদোর পর করিম বেনজেমাকেও ইউরোপ থেকে টেনে এনেছে সৌদি আরবে। এছাড়া লিওনেল মেসিকে নিয়েও চলছে গুঞ্জন। এরই মধ্যে বিশ্বকাপজয়ী এনগোলো কান্তেকেও দেশটির ফুটবলের সাথে যুক্ত করে ফেলেছে।
২০০ মিলিয়ন ইউরোর প্যাকেজে আল ইত্তিহাদের সাথে দুই বছরের চুক্তি করেছেন এনগোলো কান্তে। চেলসির হয়ে মৌসুমটা ভালো কাটেনি এনগোলো কান্তে। ইনজুরির কারণে খেলতে পারেননি কাতার বিশ্বকাপেও। ইনজুরি থেকে ফিরে এখন নিজেকে ফিরে পেতে সংগ্রাম করছেন রাশিয়া বিশ্বকাপে শিরোপা জেতা এই ফরাসি।
ফুটবলের দলবদলের খবরের নির্ভরযোগ্য সূত্র ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, সৌদি আরবের প্রতিনিধিরা কান্তেকে আনুষ্ঠানিক প্রস্তাব দিতে লন্ডনে উপস্থিত হয়েছেন। কান্তেও যেহেতু সম্মত হয়েছেন প্রস্তাবে তাই চুক্তি স্বাক্ষর করতে এখন শুধু সময়ের ব্যাপার।
চস/আজহার