spot_img

২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ইউটিউব ট্রেন্ডিংয়ে বিটিএসের নতুন গান ‘টেক-টু’

বিটিএস অনুরাগীদের জন্য সুখবর। অনলাইন মিউজিক প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে সবচেয়ে বেশি শোনা ৫০ গানের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ব্যান্ডটির নতুন গান ‘টেক-টু’। দশম বর্ষপূর্তি উপলক্ষে গত শুক্রবার গানটি প্রকাশ করেছে ব্যান্ডটি। প্রকাশের দুই দিনের ব্যবধানে স্পটিফাইয়ে গানটি ৭০ লাখেরও বেশিবার শোনা হয়েছে।

অন্যদিকে, ইউটিউবে গানটির ভিডিও ৯০ লাখেরও বেশিবার দেখা হয়েছে। এটি এখন ইউটিউবের ট্রেন্ডিংয়ের তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে থেকে বিভিন্ন ভাষায় তিন লাখেরও বেশি মন্তব্য জমা পড়েছে।

বিটিএস থেকে সদস্যরা বিরতি নেওয়ার এক বছর পর কোনো দলীয় গানে সব সদস্যকে পাওয়া গেল। গানটির প্রযোজনা করেছেন সুগা, সুর বেঁধেছেন আরএম ও জে-হোপ। তারা ছাড়াও বাকি সদস্যরাও গানের সঙ্গেই রয়েছেন।

বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক জানিয়েছে, এক দশক ধরে বিটিএসের পাশে থাকার জন্য ভক্তদের ধন্যবাদ জানাতেই গানটি প্রকাশ করা হয়েছে।

গত বছর জুনে প্রকাশিত অ্যান্থলজি অ্যালবাম ‘প্রুফ’-এ শেষবারের মতো বিটিএসকে পাওয়া গেছে। একই মাসে জিমিন, জে-হোপরা একক ক্যারিয়ারে মনোযোগ দিতে বিটিএসের কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। এক বছরের বেশি সময় পর অফিশিয়াল কোনো গানে পাওয়া গেল বিটিএসকে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss