spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাঁশখালীতে দুই হাজার ইয়াবাসহ আটক ২

চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন।

পুলিশ সূত্র জানা যায়, সোমবার (১২জুন) দুপুর ১২টার দিকে বাঁশখালী থানার এসআই রাজিব চন্দ্র পোদ্দার এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ১১নং পুঁইছড়ি ইউপিস্থ ফুটখালী ব্রীজের দক্ষিন পাশে রাস্তার উপর একটি দল পূর্ব থেকে অবস্থান করে। সেখানে বেশ কয়েকটি যাত্রীবাহি যানবাহন তল্লাশী চালানোর পর একটি সিএনজি চালিত অটো রিকশায় যাত্রীবেশে চট্টগ্রাম মহানগরী অভিমুখে রওনা হওয়া আব্দুর রশিদ (২০) ও  নান্টু মজুমদার (৪৪) নামে দুইজনকে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করে।

আটক আব্দুর রশিদ কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যং ইউপিস্থ  কাটাখালী গ্রামের মোস্তাক মিয়া ও জোহরা বেগম এর পুত্র। অপরজন  নান্ট মজুমদার চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি গ্রামের সুনীল মজুমদার ও  অর্পনা মজুমদারের পুত্র।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন পিপিএম জানান, গোপন তথ্যের ভিত্তিতে গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, সারণির ১০(গ), ৩৬(১)  ধারায় মামলা রুজু করা হয়েছে। বাঁশখালী থানায় মামলা নং-১৭, আজ (সোমবার) বিকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে ।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss