সিলেট বিকেএসপিতে তৃণমূল ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচীর অধীনে ১৭টি ইভেন্টে বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে ৬ মার্চ শুক্রবার।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবার আঞ্চলিক কেন্দ্রগুলোতে বিভাগীয় পর্যায়ের বাছাইয়ের আয়োজন করেছে। ক্রিকেট, ফুটবলসহ বিকেএসপির ১৭টি ইভেন্টে এদিন সকাল ৯টা থেকে বাছাই প্রক্রিয়া শুরু হবে।
আগ্রহীদেরকে যথা সময়ে রঙিন ছবি, জন্মসনদসহ প্রয়োজনী কাগজপত্র ও ক্রীড়া সরঞ্জামাদি নিয়ে যথা সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। অন্যান্য বছর জেলায় জেলা বাছাই কার্যক্রম পরিচালনা করলেও বিকেএসপি এবার জেলায় জেলায় যাবে না। আঞ্চলিক কেন্দ্রগুলোতে স্থানীয় জেলাগুলোর বাছাই অনুষ্টিত হবে।
তবে আগ্রহী খেলোয়াড়দেরকে বিকেএসপি ওয়েবসাইট (www.bksp.gov.bd) থেকে অনলাইন রেজিষ্ট্রেশন করতে হবে। ডাউণলোডকৃত সেই রেজিষ্ট্রেশনের কপি নিয়ে যেতে হবে বাছাইয়ের সময়।
চস/আজহার