spot_img

২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। দিন যতই যাচ্ছে বাড়ছে এ জেলায় শীতের তীব্রতা। তাপমাত্রার পারদ উঠানামা করছে ৬ থেকে ১১ ডিগ্রির ঘরে। তবে আজ সকাল ৮টার দিকে সূর্যের দেখা মেলায় জনজীবনে তেমন ভোগান্তি নেই।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে চারপাশ। উত্তরের হিমেল বাতাস শীতকে বাড়িয়ে তুলেছে কয়েকগুণ। দিনে ঠিকমতো দেখা মিলছে না সূর্যের। ঘন মেঘ এবং কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে চারপাশ। ছোট থেকে মাঝারি যানবাহনগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।

শহরের বরুণকান্দি এলাকার রিকশাচালক দবিরুল ইসলাম বলেন, দুইদিন থেকে অনেক বেশি শীত। শীতের কারণে বাইরে বের হওয়া যাচ্ছে না। বাইরে বের হতে অনেক কষ্ট হচ্ছে। লোকজন সেভাবে বাইরে বের হচ্ছে না দেখে আগের মতো ভাড়াও হচ্ছে না। শীতে কষ্ট হলেও দু’মুঠো খাবারে জন্য গাড়ি চালাতে হচ্ছে।

নওগাঁর বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, জেলায় আজ সকাল ৯ টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের সর্বনিম্ন। আকাশে মেঘ এবং বাতাস থাকায় শীতের তীব্রতা বেশি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss