spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হিলারিকে বাংলাদেশে এসে ড. ইউনূসের মামলা পর্যবেক্ষণের অনুরোধ

সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনকে বাংলাদেশে এসে নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ ইউনূসের বিচার পর্যবেক্ষণের অনুরোধ করেছেন দুদক আইনজীবী খুরশীদ আলম খান।

বুধবার (৩০ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।

দুদক আইনজীবী আরও বলেন, শ্রম আদালতে আসলেই বুঝতে পারবেন তিনি শ্রমিকদের সাথে কি করেছেন। না দেখে সমালোচনা করাটা আমাদের সাথে অন্যায় করা হচ্ছে।

তিনি বলেন, আমি কথা দিচ্ছি আপনি আসলে সর্বাত্মক সহযোগিতা করবো। আপনি যে কাগজপত্র চাবেন সব কাগজপত্র দিবো। শ্রম আদালত এবং হাইকোর্টের রায়ের কপি দেখাবো আপনাকে। সব কিছু দেখে পর্যবেক্ষণ করে আপনি আলোচনা-সমালোচনা করুন। না বুঝলে আপনি দুইজন এক্সপার্ট নিয়ে আসুন। তারপরে আপনি আপনার সিদ্ধান্ত দেন।

খুরশীদ আলম খান বলেন, কোন কিছু না জেনে না বুঝে শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে পর্যবেক্ষণ দেয়া আমি মনে করি আপনার মত একজন বিশ্বনেত্রীকে মানায় না।

এর আগে এক টুইট বার্তায় হিলারি ক্লিনটন ইউনুসকে করা হয়রানি রুখে দিতে বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো ১৬০টির বেশি বিশ্বনেতার বিবৃতিটি সংযুক্ত করেন তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss