spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ঢাবি লেখক ফোরামের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। তারা সাক্ষরতা দিবস উপলক্ষে পথশিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান ও সাক্ষরতা অভিযান প্রোগ্রাম আয়োজন করেন।

উক্ত প্রোগ্রাম ঢাকা হাইকোর্ট সংলগ্ন মাজার গেইটে বিকাল ৪ টা বাজে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি জনাব মাহদী হাসান মজুমদার, ইচ্ছেপূরণ মানবিক ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সমন্বয়ক আকিব হোসাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইমরান উদ্দিন ও কার্যকরী পরিষদের সদস্যগণ।

উল্লেখ্য যে, নবোদ্যম ফাউন্ডেশন এর অধিনে হাইকোর্ট মাজার গেইট সংলগ্ন রাস্তায় সেভ দ্যা টুমোরো স্কুল, ঢাবি শাখার অধিনে অনেক পথশিশু পড়ালেখা শিখে। যাদের পড়ালেখা শেখানোর দায়িত্ব নিয়েছে তারা। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সাক্ষরতা দিবস উপলক্ষে তাদের মাঝে শিক্ষা সামগ্রী ও সাক্ষরতা অভিযান প্রোগ্রাম আয়োজন করা হয়।

আলোচনায় লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি বলেন, মানুষের প্রয়োজনীয় মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা অন্যতম। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি ও অগ্রগতি নেই। প্রতিটি মানুষের শেখার অধিকার আছে। কাউকে অবহেলা করতে নেই। আশা করি আপনারা এই স্কুলে পড়ালেখার মাধ্যমে উপকৃত হবেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss