spot_img

২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

হাদির খুনিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম হেফাজতের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার ফটিকছড়ির নাজিরহাট ঝংকার মোড়ে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা এই আল্টিমেটাম দেন।

সভায় হেফাজত ইসলামের নেতারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, মানুষের জানমাল ও ইসলামের হেফাজতের জন্য হেফাজত ইসলাম বাংলাদেশের সৃষ্টি হয়েছে। বর্তমান উপদেষ্টা সরকারের অবহেলার কারণে হাদীর মত একটি তরতাজা প্রতিবাদী যুবককে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। ঘটনার পরপর হাদির খুনি কিভাবে ভারতে পালালো। এটি সরকারের প্রশাসনের ব্যর্থতা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাদির হত্যাকারী, ঘটনার মদদদাতা, পৃষ্ঠপোষকতাকারী সে যেই হোক, যে দলেরই হোক তাকে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় হেফাজত ইসলাম বাংলাদেশ কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিবে।

ফটিকছড়ি উপজেলা হেফাজতের আহবানে মুফতি মুহাম্মদ বাবুনগরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির আল্লামা আইয়ুব বাবুনগরী, বক্তব্য রাখেন মাও ইয়াহইয়া, মাও সালাহ উদ্দিন দৌলতপুরী, মাও ইউনুস সাহেব, মুফতি মামুন, মাও ওসমান শাহনগরী, ফটিকছড়ি সমম্বয়ক মোহাম্মদ হাসান রাশেদ, সুমন, মাওলানা কামাল, মাওলানা তারেক, মাওলানা ইসমাঈল, মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা রহমত উল্লাহ প্রমুখ।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss