spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে মঞ্জুর হোসেনকে (টাক্কুল) নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তিনিকেতন বালু মহল নিয়ে বিরোধ জেরে মঞ্জুরকে প্রথমে গুলি ও পরে কুপিয়ে হত্যা করে।

নিহত মঞ্জুর হোসেন টাক্কুল রাঙ্গুনিয়া উপজেলা স্বনির্ভর ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান রুবেল বলেন, ‘দুর্বৃত্তরা মঞ্জুরকে প্রথমে গুলি করে এবং পরে কুপিয়ে হত্যা করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।’

.স্থানীয় সূত্রে জানা গেছে- বিকেলে পৌর এলাকার শান্তিনিকেতন এলাকায় আড্ডা দিচ্ছিলেন যুবলীগ নেতা মনজুর হোসেন ও তার বন্ধু সেকান্দর। হঠাৎ তাদের ওপর অতর্কিত গুলি চালায় দুর্বৃত্তরা। পরে তাদের দুজনকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন গুরুতর আহত মনজুর ও সেকান্দরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনজুরকে মৃত ঘোষণা করেন।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুছ বলেন, যুবলীগ নেতাকে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এই হত্যাকাণ্ডে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম জানান, বিকালে শান্তিনিকেতন বালুমহালের নিকটে দু’পক্ষের মারামারির এক পর্যায়ে মনজুর হোসেন টাক্কুলের হাটুতে গুলি লাগে। স্থানীয়রা তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss