spot_img

১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠালো বাংলাদেশ

বিশ্বকাপ থেকে বিদায় আগেই ঘটে গেছে। এখন বাংলাদেশের লক্ষ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করা। এবারের বিশ্বকাপে সেরা আট দলের মধ্যে থাকতে পারলেই আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে টাইগাররা।

সে যোগ্যতা অর্জনের শেষ সুযোগ আজ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে আজ বাংলাদেশ মুখোমুখি শ্রীলঙ্কার।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন শ্রীলঙ্কাকে।

বাংলাদেশ একাদশ- লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও শরীফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ- পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss