spot_img

৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কক্সবাজার রেল সংযোগে নতুন ইতিহাস রচিত হয়েছে: প্রধানমন্ত্রী

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কক্সবাজার রেল লাইনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে তিনি এ রেললাইনের উদ্বোধন করেন তিনি।

এশিয়ান বৃহৎ এবং ঝিনুকের আদলে তৈরি আইকনিক এই রেলস্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজার এখন থেকে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে রেল সংযোগ একটি নতুন ইতিহাস রচিত হয়েছে। কক্সবাজারবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হয়েছে। সারা বাংলাদেশের সাথে কক্সবাজারের রেল যোগাযোগ করা হবে। শুধু কক্সবাজারে পর্যটক আসলে হবে না, কক্সবাজারের মানুষকেও পর্যটক হয়ে বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে দেখতে হবে। আমি কক্সবাজারের মানুষকে দাওয়াত দিয়ে গেলাম।

এর আগে সকাল ১১টা ৩৫ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছান শেখ হাসিনা। দুপুর সোয়া ১২টায় প্রধান অতিথির বক্তব্য শুরু করেন তিনি।

প্রধানমন্ত্রী সুধী সমাবেশ পৌঁছার পর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এরপর অনুষ্ঠানে অংশ নেওয়া শিশুদের সঙ্গে ছবি তুলেন। এরপরই মঞ্চে উঠেন সরকার প্রধান। প্রধান অতিথির বক্তব্যের আগে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় একটি শুভেচ্ছা স্মারক।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss