spot_img

২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামের ফটিকছড়িতে গাড়ির ধাক্কায় এক স্কুল শিক্ষার্থী নিহত

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে চান্দের গাড়ির ধাক্কায় আইরিন তাবাসসুম তোহা (৯) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার (১৩ নভেম্বর) সকালে নাজিরহাটের সুয়াবিল ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তোহা ওই স্কুলের ছাত্রী ও নাজিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম তালুকদার বাড়ির বাসিন্দা জাহেদুল আলমের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর মো. ওসমান গণি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আরেফিন আজিম বলেন, তিনজন শিক্ষার্থীকে আহত অবস্থায় আনা হলে একজন মারা যায়। আহত একজন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং আরেকজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুজপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজামান বলেন, ‘সুয়াবিল ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চান্দের গাড়ি তোহা নামের এক শিক্ষার্থীকে ধাক্কা দেয়। স্থানীয় জনগণ গুরুতর আহত অবস্থায় তাকে নাজিরহাটের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘গাড়িটি আটক করা হয়েছে। পরিবারের তরফ থেকে মামলা করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss