spot_img

৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ইরানে করোনাভাইরাস আতংকে ৭০ হাজার বন্দির মুক্তি

করোনাভাইরাস সংক্রমণে চীনের পর বিশ্বে সবচেয়ে বেশী মানুষের মৃত্যু হয়েছে ইতালি ও ইরানে। এই পরিস্থিতে দ্রুত এই ভাইরাস ছড়িয়ে পড়ায় ৭০ হাজার কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইরান।

এখন পর্যন্ত ইরানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৬১ জনেএবং মৃত্যু হয়েছে ২৩৭ জন মানুষের।

বিষয়টি নিশ্চিত করে ইরানের আইন মন্ত্রণালয়ের প্রধান ইব্রাহিম রাইসি সংবাদিকদের জানান, ‘সারা বিশ্বে ছড়িয়ে পড়া এই প্রাণঘাতী ভাইরাস যাতে ইরানে মহামারীর আকার ধারণ করতে না পারে, সে জন্যই বন্দিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত।

আরো পড়ুন: ‘ঊনপঞ্চাশ বাতাস’ এর মুক্তি বাতিল

সিদ্ধান্তের কারণ হিসেবে তার ব্যাখ্যা, একসঙ্গে অনেক বন্দি এক জায়গায় থাকলে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। ফলে, ঝুঁকি থেকে যায়। তাই বন্দিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে।

যেসব বন্দিদের ছেড়ে দেওয়া হল, তাদের ভবিষ্যতে ফের জেলে নেওয়া হবে কি না, সে বিষয়টি সংবাদমাধ্যমের কাছে স্পষ্ট করেননি ইব্রাহিম।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss