spot_img

১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কবিতা: ভালোবাসি

খুব রুটিন করে আমি তোমাকে ভালবাসতে পারব না!!

ধরো একদিন খুব ভোরে জেগে উঠে কানের কাছে গিয়ে বলব “ভালোবাসি”..
তারপর এক শ্রাবণ যাবে বসন্ত যাবে অমাবস্যা পার হবে…
আরেকদিন জোসনায় চিৎকার করে বলে উঠবো “ভালোবাসি”…

বছর শেষে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তীব্র বরফের মধ্যে কাঁপতে কাঁপতে তোমাকে এক মিনিটের জন্য ফোন করবো
ফিসফিস করে বলব “ভালোবাসি”..

মাঝ নদীতে প্রবল ঝড়ের মধ্যে বুকের মধ্যে যখন ধক ধক করবে তোমাকে একটা ক্ষুদ্র ম্যাসেজ পাঠাবো
“ভালোবাসি”..
জ্বরের ঘোরে যখন আবোল তাবোল বকবো
তখন ও বলব “ভালোবাসি”….

কিন্তু প্রতিদিন বলব না ভালোবাসি যদিও
“আজ আমি তোমাকে গতকালকের চেয়ে বেশি ভালোবাসি, আগামী কালকের চেয়ে কম ভালোবাসি”…..

 

লেখক: ডা. মো. আল- আমিন
সহকারী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss