spot_img

২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আদালতের রায়েই ড. ইউনূস দণ্ডিত হয়েছেন: কাদের

নোবেলবিজয়ী ড. ইউনূসের সাজার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আদালতের রায়েই তিনি দণ্ডিত হয়েছেন। এখানে আওয়ামী লীগের কোনও দায় নেই। যে শ্রমিকদের তিনি পাওনা থেকে বঞ্চিত করেছেন, তারাই মামলা করেছে। এখানে আওয়ামী লীগ সরকারের সমালোচনা কেন?’

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে ঢাকার তৃতীয় শ্রম আদালত গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় একটি ধারায় ৬ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন। একইসঙ্গে তাদের ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই মামলায় অপর একটি ধারায় ২৫ হাজার জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

এই রায় প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আপনার স্ট্যাটাস, পজিশন, ব্যক্তিত্বের উচ্চতা কি আইনের ঊর্ধ্বে? ড. ইউনূস সাহেব কি আইন-আদালতের ঊর্ধ্বে? শাস্তি কি তাকে আওয়ামী লীগ সরকার দিয়েছে? যে শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করছেন তাদেরই মামলা, সেই মামলায় আদালত তাকে শাস্তি দিয়েছে। এখানে সরকারের কী করণীয় আছে। সরকার কেন এখানে সমালোচনার মুখে পড়বে? এটাতো যথাযথ নয়।’

‘বিএনপির কর্মসূচিকে রহস্যময়’, উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা অবাক হচ্ছি যে, তারা (বিএনপি) লিফলেট বিতরণ করতে যাচ্ছে ৪ তারিখ পর্যন্ত। পাশাপাশি কিছু কিছু খারাপ তথ্যও পাচ্ছি, হঠাৎ করে তারা গুপ্ত হত্যা, চোরগোপ্তা হামলা, ভয়ঙ্করভাবে এসবের প্রতি ঝুঁকে পড়তে পারে এবং সেইজন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এখন লিফলেট বিতরণের নামে নিরবতা বাইরে দেখানো হলেও তারা হঠাৎ করে সরব হয়ে উঠবে সশস্ত্র তৎপরতার মাধ্যমে, যা নির্বাচন বিরোধী। এরকম খবর আমরা পাচ্ছি।’

এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘এখনও তো নিরবতার মধ্যে রয়েছে বিএনপি। তাদের লিফলেট বিতরণ কর্মসূচি তো নিরীহ। এটাকে আন্দোলন বলবেন? তাদের আন্দোলনও হবে না। কোন লক্ষণও নেই। আমরা ওই অবস্থায় দেশ চালাবো না। আগামীবার আমরা আরও শক্তভাবে, সুশৃঙ্খলভাবে দেশ পরিচালনা করবো।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss