spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রেফারিংয়ের সমালোচনায় মেসি

কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ তে হেরে বিদায় নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার। হারের পর ম্যাচের রেফারিং নিয়ে সমালোচনা ঝরেছে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির কণ্ঠে।
অবশ্য এই সমালোচনার কারণও ছিল। বেশ কয়েকবার ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির কথা বলা হলেও তার সহায়তা নেননি রেফারি। বিশেষ করে রেফারি জামব্রানো বরং খেলা চালিয়ে যাওয়ার পক্ষে ছিলেন। এ নিয়ে তাই ক্ষোভ ঝরলো মেসির কণ্ঠে, ‘রেফারিরা ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির সহায়তা নেয়নি, অবিশ্বাস্য। সব ম্যাচেই এমনটি হয়েছে। এ নিয়ে কোনও অজুহাত থাকতে পারে না। আশা করি কনমেবল এ ধরনের রেফারির বিপক্ষে ব্যবস্থা নেবে।’
মেসির মতো রেফারিং নিয়ে সমালোচনায় মুখর ছিলেন কোচ লিওনেল স্ক্যালোনিও। তিনি সরাসরি বললেন, ‘আমার রেফারিটাকে পছন্দ হয়নি। আমি অবশ্য এমন মন্তব্য সচরাচর করি না। আমার মনে হয় এধরনের ম্যাচের জন্য সে যোগ্য নয়।’
ম্যাচে বলের কারিকুরির সঙ্গে শারীরিক খেলাটাও চলেছে সমান তালে। তাতে আর্জেন্টিনার মিলেছে ৬টি হলুদ কার্ড আর ব্রাজিলের মাত্র দুটি। এসব সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ রয়েছে আর্জেন্টিনা কোচের, ‘একজন মিডফিল্ডার যদি হলুদ কার্ড পেয়ে যায় তাহলে পরিস্থিতি পাল্টে যা। আরও ছোট ছোট বিষয় আছে যাতে ভারসাম্য নষ্ট হয়ে যায়।’

Latest Posts

spot_imgspot_img

Don't Miss