spot_img

১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ইতালিতে করোনা একদিনেই কেড়ে নিল ৩৬৮ প্রাণ

ইতালিতে একদিনে নতুন করে আরও অন্তত ৩৬৮ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ হাজার ৮০০ জন। আক্রান্ত প্রায় ২৪ হাজার ৭৫০ জন।

দেশব্যাপী করোনা ছড়িয়ে পড়ায় এবার বন্ধ করে দেয়া হলো ভারী শিল্প প্রতিষ্ঠানগুলো। ইতালির জাহাজ নির্মাণ শিল্পের প্রায় ২০ শতাংশের উপরে মালিকানা প্রবাসী বাংলাদেশিদের।

ইতালিতে এবার দুই সপ্তাহের জন্য বন্ধ করে দেয়া হলো বড় বড় সব শিল্প প্রতিষ্ঠান। সোমবার থেকে আগামী ২৯ মার্চ পর্যন্ত তা বন্ধ থাকবে। উত্তর ইতালির মদেনায় অবস্থিত ফেরারি, ভেনিস, মন ফালকনে, নাপলী, আনকোণায় অবস্থিত খ্যাতিমান জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানগুলোসহ সমগ্র ইতালির অধিকাংশ ভারী শিল্প প্রতিষ্ঠান এর আওতায় পড়েছে।

আরো পড়ুন: কাল থেকে সকল স্কুল, কলেজ বন্ধ ঘোষণা করুন

দেশটিতে জাহাজ নির্মাণ শিল্পের প্রায় ২০ শতাংশের উপরে মালিকানা বাংলাদেশি প্রবাসীদের। বিলিয়ন ইউরোর এসব প্রতিষ্ঠানে সমগ্র ইতালিতে কর্মরত প্রায় ১৫ হাজারেরও বেশি বাংলাদেশি।

এখন কারখানা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশিদেরও থাকতে হবে হোম কোয়ারেন্টাইনে।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss