বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ-এর সাথে শ্রম প্রতিমন্ত্রী আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী সাক্ষাৎ করেছেন।
বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ২৩ মার্চ (শনিবার) দুপুরে নগরীর সদরঘাট হোটেল শাহজাহান আর্কেডস্থ কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম-এর নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএ’র পরিচালক জনাব এ.এম. শফিউল করিম (খোকন) ও জনাব এম. এহসানুল হক, নব-নির্বাচিত পরিচালক সর্বজনাব মোহাম্মদ মুসা, আমজাদ হোসেন চৌধুরী, মোহাম্মদ রাকিব আল নাসের, গাজী মোঃ শহিদ উল্লাহ, মোঃ আবছার হোসেন সহ বিজিএমইএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে মাননীয় শ্রম প্রতিমন্ত্রীর সাথে পোশাক শিল্পের সার্বিক কল্যাণে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
চস/আজহার