spot_img

৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রামপালে ট্রাকচাপায় ৩ জনের মৃত্যু

বাগেরহাটের রামপালে ট্রাক ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে ভ্যানচালকসহ ৩ জন নিহত হয়েছেন। আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. সাইদ মোড়ল (৪৫), মো. আজাদ (৩৫) ও ভ্যানচালক মো. মনি (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সৌমেন দাস।

তিনি বলেন, ‘বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। ফলে ভ্যানের যাত্রী মো. সাইদ মোড়ল (৪৫) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। অপর যাত্রী মো. আজাদ (৩৫) ও ভ্যান চালক মো. মনি (৪৫) গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।

রামপাল ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মশিউর রহমান জানান, সংবাদ পেয়ে রামপাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যায়। ঘাতক চালক ও ট্রাকটি আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss