চট্টগ্রামের আকবরশাহ্ থানাধীন সিটি গেইট পুলিশ চেকপোস্ট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে শহিদ মিনারের সামনে পাকা রাস্তার উপর সিডিএম ট্রাভেলসের একটি বাস তল্লাশিকালে ৮ গাঁজাসহ এক যুবক গ্রেফতার হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের নাম ইউসুফ আলী (৩৮)।
সোমবার (২৯ এপ্রিল) রাত ১০টার সময় কৌশলে বাস থেকে নেমে পালানোর সময় আসামি ইউসুফ আলী (৩৮)-কে গ্রেপ্তার করা হয়।
তাকে তল্লাশির সময় তার সাথে থাকা কালো রঙের ট্রাভেল ব্যাগের ভিতর পলিথিনে স্কচট্যাপ দিয়ে মোড়ানো ০৪ (চার) প্যাকেটে ২ (দুই) কেজি করে মোট ০৮ (আট) কেজি গাঁজা উদ্ধার জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
চস/স


