চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির শেষ দিনে তার প্রার্থিতা বাতিল করা হয়।
চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণখেলাপের অভিযোগে করা আপিল গ্রহণ করে তার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। একই আসনের জামায়াত প্রার্থী নুরুল আমিন এই আপিল আবেদন করেন। শুনানি শেষে কমিশন সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিলের আদেশ দেয়।
এর আগে রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন এবং তাকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের প্রার্থী হিসেবে তালিকাভুক্ত করা হয়।
চস/স


