স্বাস্থ্য সহকারী পদের মৌখিক পরীক্ষা দিতে এসে সিভিল সার্জন কার্যালয়ে আটক হয়েছে তিনজন ভুয়া পরীক্ষার্থী। বুধবার (৮ মে) সকালে তাদের আটক করা হয়েছে বলে জানান সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।
আটককৃতরা হলেন- বাঁশখালী উপজেলার মো. আবদুল মতলব চৌধুরীর ছেলে মো. জয়নাল আবেদিন চৌধুরী, চন্দনাইশ উপজেলার পশ্চিম কেশুয়া গ্রামের মো. চাদেকুল ইসলামের ছেলে মো. জাবেদ ও লোহাগাড়া উপজেলার সুখছড়ি গ্রামের অমিয় দাশের বাড়ি রনি দাশ।
সুজন বড়ুয়া আরও জানান, পরীক্ষার প্রবেশপত্রে ছবি পরিবর্তন করে পরীক্ষা দিতে এসেছে তারা। যাচাই-বাছাইয়ের সময় তাদের প্রতি সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করে।
চস/স


